বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫ আ. লীগ নিষিদ্ধ করায় বিশ্ব বিলাপ করবে, এটা বিশ্বাসযোগ্য নয়: প্রেস সচিব পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা ৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, ইসিকে (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই সহোদর ভাই নিখোঁজ মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইবিতে বিজয়ের উল্লাস কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে-ডিবি

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ডিবি গুলশান-বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), ২। মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও ৩। মোঃ দেলোয়ার হোসেন (২০)। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি ও একটি নাইলনের দড়ি উদ্ধার করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকায় ভাটারার ছোলমাইদ বসুমতি

মেলার খেলার মাঠের পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি গুলশান সূত্র জানায়, রবিবার (৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:১০ ঘটিকায় ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়েছে মর্মে সংবাদ পাওয়া যায়।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আল-আমিন, জসিম ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৪/৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়,তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে ঢাকা মহাগনগর এলাকায় ডাকাতি ও ছিনতাই কাজের পাশাপাশি অবৈধ মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩