কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) হিফজুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের তেলাওয়াত, হামদ-নাত, গজল পরিবেশন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব রফিকুল ইসলাম তনু মিয়া। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু আফিফা ও মাদ্রাসার শিক্ষক আশ্রাফ উদ্দিন।
এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি নাছির মিয়া, অর্থ সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য আলম মিয়া।
এছড়াও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল আহমেদ, কারী সুলতান আহমদ ও হাফেজ কারী ইয়াকুব আলী।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। দেশ, জাতি ও মাদ্রাসার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।