জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু এর নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার, জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম। এছাড়া ইফসা কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে ইফসা’র সভাপতি মোঃ মুজাহিদ হোসাইন এক বার্তায় বলেন, “শীত সবার জন্য আনন্দদায়ক হয় না; বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সফল হবে যখন প্রতিটি শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যেসব শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “ইফসা’র এই মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়। জাকসু সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে এবং জনহিতকর কাজে এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”
জাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজন করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
ইফসা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার প্রকৃত অভাবী মানুষের তালিকা তৈরি করে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।