এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জানুয়ারি) বুধবার বিকালে জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ক্যাসিংমং মারমা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। পার্বত্য জেলা পরিষদ শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সবসময় সহযোগিতা করে যাচ্ছে এবং আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদেরকে মেধা ও নৈতিকতায় গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার মোট ২৭টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।