মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
গণতান্ত্রিক উত্তরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দক্ষ ও সাহসী নেতৃত্বের লক্ষে মোংলায় অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় মোংলার শ্রমিক সংঘের মাঠে সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলা উপজেলা কমিটির আয়োজনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার-এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ নূর আলম শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি - ধানের শীষ): তিনি বলেন, "নির্বাচিত হলে জোরপূর্বক অন্যের জমিতে কেউ চিংড়ি চাষ করতে পারবে না। বিএনপি ধর্মীয় সম্প্রীতি ও 'ধর্ম যার যার, দেশ সবার' নীতিতে বিশ্বাসী।
এ্যাড. মাওঃ শেখ আব্দুল ওয়াদুদ (জামায়াতে ইসলামী - দাড়িপাল্লা): তিনি সৎ লোকের শাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ - হাতপাখা): তিনি তার দলের নির্বাচনী লক্ষ্য ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথা জানান।
মোঃ হাবিবুর রহমান মাষ্টার (জাসদ - মশাল): তিনি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।