সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুবি’র ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী তন্ময় সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রায়হান মিথ।
রবিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক তন্ময় সরকার ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ হান্নান রাহিম এবং সংগঠনের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২৮ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং নুসরাত জাহান ইভা। যুগ্ম সাধারণ সম্পাদক অমি দেব ও প্রান্ত ঘোষ, সাংগঠনিক সম্পাদক আরেফিন তাজবী, সহ সাংগঠনিক সম্পাদক সুপ্রতীক বড়ুয়া ও জুয়েনা তালুকদার পলি। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শফিউল ইসলাম তিয়াস, অর্থ ও দপ্তর সম্পাদক তাসমিয়া ফারিন, প্রচার সম্পাদক খাইরুল আমিন মাসুম, প্রপ্স কস্টিউম বিষয়ক সম্পাদক মোসলিমা খাতুন পাকিজা, মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক রুবায়েত হোসেন, আলোক নিয়ন্ত্রণ সম্পাদক আশিক ইসলাম, শব্দ ও সঙ্গীত আয়োজন বিষয়ক সম্পাদক প্রীতম কান্তি গোপ।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে আছেন মোহাম্মদ ইমতিয়াজ, রাকিন খান, আমেনা ইকরা, জুনায়েদ লামিম শেখ, আবেদ হোসেইন, কিকিউ মারমা, ডমনিকা কৃপা, অরবিন্দ সরকার, অপু পাল, সুবাহ প্রমিথী সমীক্ষা, বন্ধন রায়, সাদমান আলম।
নব্য সাধারণ সম্পাদক রায়হান মিথ বলেন, "আজ আমার জন্য এক অত্যন্ত গর্বের এবং একই সাথে গুরুদায়িত্বের দিন। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তার মর্যাদা রাখার চেষ্টা করব।"
সদ্য সভাপতি তন্ময় সরকার বলেন, "স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে' এই বিশ্বাসকে বুকে ধারণ করেই আমাদের প্রিয় সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ পথ চলছে। আমাদের ক্যাম্পাস শুধু পড়ালেখার জায়গা নয়, বরং এটি মেধা ও মনন বিকাশের একটি উর্বর ভূমি। আর সেই ভূমিতে নাট্যচর্চার মাধ্যমে আমরা সমাজের অসংগতি তুলে ধরার এবং সুস্থ সংস্কৃতি বিকাশের চেষ্টা করে যাচ্ছি। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হলো আমাদের এই সংগঠনকে শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে আরও পরিচিত করে তোলা। আমরা চাই নতুন নতুন প্রতিভাকে মঞ্চে নিয়ে আসতে এবং নাটকের মাধ্যমে জীবনের জয়গান গাইতে।"