সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়কুটা বোঝাই একটি টমটম উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত টমটম চালকের নাম হাবিবুর রহমান (২৬)। সে শ্রীরামপুর গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে । দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্র জানায়, বাউফল থেকে বরিশালগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫৪৮৬) পেছন থেকে খড় বোঝাই টমটমটিকে ধাক্কা দেয়। ধাক্কায় টমটমটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনার পর ট্রাকটি দ্রুত লেবুখালীর পাগলার দিকে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লেবুখালী টোলপ্লাজা এলাকায় ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক সোহাগ তার গাড়ির ধাক্কার অভিযোগ অস্বীকার করেছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় টমটম চালকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।