মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুকটিগাছা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোহাম্মদ লিটন (২৩), পিতা- মোহাম্মদ কালাম, গ্রাম- দক্ষিণ নুরুল্লাবাদ।মোঃ জীবন ওরফে তন্ময় (১৯), পিতা- মোঃ শফিকুল, গ্রাম- দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী। তারা উভয়েই মান্দা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি রাতে মান্দার চকশলিয়া বাজার থেকে একটি 'বাজাজ ডিসকভার ১২৫ সিসি' মোটরসাইকেল চুরি করে তারা শুকটিগাছা বাজারে বিক্রির জন্য এসেছিল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ বিষয়ে মান্দা থানায় অভিযোগ রয়েছে। বর্তমানে আসামিরা আত্রাই থানা হেফাজতে আছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।