মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় ত্রিশাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে ডাঃ লিটন বলেন, ত্রিশালকে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলে ত্রিশালের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন তিনি।
ডাঃ লিটন আরও বলেন, মাদক নির্মূল তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ত্রিশালের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। ডাঃ লিটন এসব বিষয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সভায় ত্রিশাল উপজেলার সকল কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।