অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া এবং ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বর্তমান কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নতুন কমিটিতে পদ দেওয়া হয়েছে। এতে ছাত্রদলের তৃণমূল পর্যায়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি। এ কারণে নবগঠিত কমিটিকে বাউফলের মাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে দলের হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুনঈমুল ইসলাম মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল; সাদিকুজ্জামান রাকিব, সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদল; আপেল মাহমুদ মুন্না, সভাপতি, বাউফল সরকারি কলেজ ছাত্রদলসহ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
তারা জানান, দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত কমিটি পুনর্গঠন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।