মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক জনসমাগমপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। তিনি জনগণের অধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন জুলাই যোদ্ধা এডভোকেট এস কে ফারুকী, এনসিপি ঈদগাঁও উপজেলার যুগ্ম আহ্বায়ক রহিম চৌধুরী, এবং অধ্যাপক মোঃ হাকিম আলী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আগামী দিনের দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেনাগীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়নের সভাপতি আলী হোসাইন জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল ও সাংবাদিক মিসবাহ উদ্দিন।
পথসভাটি মাগরিবের পর দক্ষিণ মেহেরঘোনা এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।