ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল বাজারে থানার সামনের মিজান টাওয়ার মার্কেটে অবস্থিত একটি কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানটির নাম বাবুল প্রসাধনী এন্ড ব্যাগ হাউজ, যা বাসমতি কাচ্চি ঘরের পাশেই অবস্থিত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি আনুমানিক রাত ১১টার দিকে হঠাৎ দোকানটিতে আগুন লাগে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী সার্কেল এএসপি ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ হোসেন
ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও দোকান মালিকের বরাতে জানা গেছে।
ঘটনার পরপরই ত্রিশাল ফায়ার স্টেশনে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রিশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা প্রসাধনী সামগ্রী ও ব্যাগসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।