অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলা জামেয় মসজিদ মাঠ থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।