রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের প্রাণকেন্দ্র পালকি মার্কেট সংলগ্ন স্থানে এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল। উপজপলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকোনুজ্জামান জামান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড আব্দুর রউফ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও নির্বাচন অফিস উদ্বোধন করা হয়।