মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারী) বিকালে বৈদ্যমারী বাজার থেকে শুরু হওয়া মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈদ্যমারী বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে এক বিশাল মিছিল ও আলোচনা সভায় চিলা ইউনিয়ন বিএনপি সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হোসেন পনি বলেন, বিএনপি কোন দিন পিছনের দরজা থেকে ক্ষমতায় আসেনি। বিএনপি সব সময় সামনের দরজা থেকে ক্ষমতায় এসেছে। আজ আমাদের সুযোগ এসেছে তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। এই মার্কা পেয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আমরা সবাই এখন থেকে ধানের শীষের হয়ে কাজ করবো এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন,চিলা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জালাল মুছাল্লি, মোংলা উপজেলা বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির, যুবদল নেতা সাইফুল শিকদার সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উল্লেখ্য, ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এসব প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চলোমান থাকবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে।