মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, যাচাই–বাছাই শেষে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।
ঠাকুরগাঁও–১ আসন: এই আসনে তিনজন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।
ঠাকুরগাঁও–২ আসন: হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে সাতজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির নুরুন নাহার বেগম (‘লাঙল’), জামায়াতের আব্দুল হাকিম (‘দাঁড়িপাল্লা’), বিএনপির ডা. আব্দুস সালাম (‘ধানের শীষ’), এবি পার্টির নাহিদ রানা (‘ঈগল’), গণঅধিকার পরিষদের ফারুক হোসেন (‘ট্রাক’), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (‘হাতপাখা’) এবং সিপিবির সাহাব উদ্দীন আহাম্মেদ (‘কাস্তে’)।
ঠাকুরগাঁও–৩ আসন: পীরগঞ্জ ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে দশজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান (‘হারিকেন’), বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলাকান্ত রায় (‘রকেট’), সিপিবির প্রভাত সমীর শাহজাহান (‘কাস্তে’), স্বতন্ত্র প্রার্থী আশা মনি (‘ফুটবল’), সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ (‘একতারা’), ইসলামী আন্দোলনের আল আমিন (‘হাতপাখা’), বিএনপির জাহিদুর রহমান (‘ধানের শীষ’), গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (‘ট্রাক’), জামায়াতের মিজানুর রহমান (‘দাঁড়িপাল্লা’) এবং জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহাম্মেদ (‘লাঙল’)।
জেলা রিটার্নিং কর্মকর্তা ইরশাত ফারজানা বলেন, প্রতীক পাওয়ার পর আজ থেকেই প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করতে পারবেন এবং ভোটারদের কাছে যেতে পারবেন।