গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৮ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি চৌকস দল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ মাদক পরিবহনের সময় ১১৮ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এই অভিযানের মাধ্যমে একটি বড় মাদক চক্রের কার্যক্রম ব্যাহত হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।