দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দীর্ঘ দেড়যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত গরুর হাট বসানোর কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল পাঠদান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর ধরে প্রতি বুধবার বিদ্যালয়ের খেলার মাঠে গরুর হাট বসানো হতো। হাটের দিন তীব্র শব্দদূষণ, নোংরা পরিবেশ এবং বহিরাগতদের অবাধ চলাচলের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না। ফলে ওই দিনগুলোতে নামমাত্র পাঠদান চললেও কার্যত শিক্ষা কার্যক্রম স্থবির থাকত।
এই অবস্থার অবসান ঘটাতে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যৌথ বাহিনী বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাট বসানোর প্রস্তুতি চলছিল। এ সময় ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে সেখানে গরুর হাট না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
দীর্ঘদিন পর বিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাট উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, এতে করে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর দায়ে আনোয়ার উদ্দীন (পিতা: আব্দুল মজিদ) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।