কুড়িগ্রাম প্রতিনিধি:
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী, জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান স্বপন, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইয়াসিন আলী সরকার, সহ-সেক্রেটারী শাহজালাল সবুজ প্রমুখ।
এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়।