মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় উথরাইল বিলের খালের ধার থেকে রায়হান আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রায়হান আলী উপজেলার ভারশোঁ মৎস্যজীবী পাড়ার আবুল কালামের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান আলী উথরাইল বিলে বিষ-টোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করতেন।
মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন খালের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে বিষ-টোপ দিয়ে পাখি শিকারের সময় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।