আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত মেনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করলে তাকে বিএনপির সাংগঠনিক পদে মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে সরকার গঠিত হলে যথাযথ সম্মান দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলেও তাকে জানানো হয়েছে।
সূত্র আরও জানায়, জেলা বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ব্যক্তিগতভাবে ও দলীয় স্বার্থের কথা বিবেচনা করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা। ফলে বিএনপির হাইকমান্ড ও জেলা বিএনপির কঠোর নির্দেশনার পর তাপস তার অবস্থান পরিবর্তন করেন কি না—সেদিকেই এখন রাজনৈতিক মহলের দৃষ্টি।
তবে সংশ্লিষ্ট সূত্র ও তাপস ঘনিষ্ঠ মহলের দাবি, কাজী নাজমুল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। জনগণের ভালোবাসা, মাঠপর্যায়ের ব্যাপক সমর্থন এবং নবীনগরের সাধারণ মানুষের প্রত্যাশার প্রতি সম্মান রেখেই তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ব্যাপারে অনড় রয়েছেন। তাপসের ঘনিষ্ঠরা বলছেন, নবীনগরের মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তাপস ভাই নির্বাচন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।