মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় বিচার বিভাগীয় কর্মকর্তা তথা বিচারকবৃন্দের সাথে জেলা পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বার্থ রক্ষা এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়। এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সম্মানিত পুলিশ সুপার এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়। এছাড়াও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় মূলত বিচার বিভাগ ও পুলিশ বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
আদালতের নিরাপত্তা এবং বিচারিক কার্যক্রমে পুলিশের অর্পিত দায়িত্ব পালন।
আইনশৃঙ্খলার উন্নয়ন ও বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে উভয় বিভাগের যৌথ পদক্ষেপ।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে বিচার বিভাগ ও পুলিশ বাহিনীর মধ্যে সুসমন্বয় থাকা অপরিহার্য। এই
ধরণের নিয়মিত মতবিনিময় সভা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে। সভা শেষে দুই বিভাগের কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছাস্মারক বিনিময় করা হয়।