মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজা, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫ লিটার দেশীয় মদসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের বিশেষ টিম এই অভিযানগুলো পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখার একটি টিম সকাল ৯:৩০ মিনিটে বদলগাছি থানাধীন চক গোপাল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বাবু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আবু হোসাইন ওরফে উজ্জ্বল (৪০) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন রাত ১০:৩০ মিনিটে ডিবি পুলিশের অপর একটি টিম পত্নীতলা থানাধীন কুন্দন গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর ইসলাম (৩৩) এবং তার সহযোগী ওমর ফারুক (৩৯) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনকে ২৫ লিটার চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্য দুইজনকে মাদক বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলাজুড়ে মাদকবিরোধী এই অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। তিনি মাদকের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।