প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৮:০৩ এ.এম
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার

মোঃ সুজন মিয়া ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কার্টুনের ভেতর থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুনের মধ্যে থাকা নবজাতক শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা নবজাতক শিশুটিকে এভাবে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।