মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা ও মহাদেবপুর থানায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
আটককৃতরা হলেন: ১. মান্দার বান্দাইপুর গ্রামের মিজানুর (৪৩), তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ পিস ট্যাবলেট।
২. মহাদেবপুরের মমিনপুর গ্রামের খয়বার (৫৫), তার কাছ থেকে উদ্ধার হয় ৪০০ পিস ট্যাবলেট।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মান্দা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।