এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ- ১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এই বিষয়টি জানানো হয়েছে মর্মে উল্লেখ রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের জন্য কামরুজ্জামান কামরুলকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। চিঠিটির অনুলিপি রোববার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।