আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর স্টুডেন্টস ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (SSN)’। সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি সহসভাপতি হিসেবে নির্বাচিত হন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. তাজিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হান রহমত উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে ‘সোচ্চার’-এর সেক্রেটারি ড. মাহফুজুল হাসান সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি ক্যাম্পাসগুলোতে মানবাধিকার অ্যাক্টিভিজম জোরদার করা এবং নির্যাতনের ঘটনাগুলোর সঠিক নথিপত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ‘সোচ্চার’-এর প্রজেক্ট ম্যানেজার সুমাইয়া তামান্নাসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি মানবিক, নিরাপদ ও ভয়হীন শিক্ষাঙ্গন গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ মূলত ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, নির্যাতনের বিরুদ্ধে অ্যাডভোকেসি এবং তরুণ মানবাধিকারকর্মী তৈরির লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, জবিসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম চলমান রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।