চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যম চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত-২০২৫ ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় শাকতলা স্পোর্টিং ক্লাবেকে পরাজিতা করে মধ্যম চান্দিশকরা এন জি ক্লাব চ্যাম্পিয়ন হয় ।
শুক্রবার (১৬ জানুয়ারী)রাতে উপজেলা পৌরসভা ৪ নং ওয়ার্ড মধ্যম চান্দিশকরা গ্রামে আয়োজিত ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা লুব্রিকেন্টস্ ও কেবি পেট্রো কেমিক্যালস্ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কোম্পানীর সিইও অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ শাহাদাত হোসেন, সাবেক সচিব নৃপেন্দ্র দেবনাথ, কাউন্সিলর ফরিদউদ্দিন বাদশা, মাস্টার হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী সিলভার ফুড প্রোপাইটর কামাল উদ্দিন পাটোয়ারী, হক ইলেকট্রনিক্স প্রোপাইটর আব্দুল হক পাটোয়ারী, এসময় আর ও উপস্থিত ছিলেন চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী লিমন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন পাটোয়ারী সহ ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য ও এলাকাবাসীর ছিলেন।