লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী গ্রামে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আয়না বেগম (৪০) নামের এক নারী মাদককারবারিকে আটক করেছে র্যাব ১৩।
এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
শুক্রবার, ১৬ জানুয়ারি রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলী গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে র্যাব, আটক আয়না বেগম মহিষতুলি এলাকার সমির উদ্দিন সমু'র স্ত্রী৷
এলাকা বাসীর দাবী তারা দির্ঘদিন যাবত এই মাদক দ্রব্য পার্শবর্তী দেশ ভারত থেকে এনে এবং এলাকার যুবসমাজের কাছে বিক্রি করে রাতারাতি কোটি টাকার সর্মাজ্য গরে তুলেছেন৷
রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার কামরুল হাসান (এনডি) পিএসসি, বিএন, বলেন আমারা সবসময় দেশের স্বার্থে সব সময় একযোগ কাজ করে যাবো, এজন্য তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন ৷ যেকোনো অপরাধমূলক তথ্যের জন্য সরাসরি কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান৷