মোঃ সুজন মিয়া, গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের পাশে একটি বোমা-সদৃশ্য বস্তু উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) সকালে আনুমানিক ৭টার দিকে।
মাওনা পিয়ার আলী কলেজের পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে রাখে। সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুটির প্রকৃত ধরন নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট বা বিশেষজ্ঞ টিমকে অবহিত করা হয়েছে। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা আতঙ্কের মধ্যে