মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
অভ্যন্তরীণ কোন্দল, অস্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ১০ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
নওগাঁ বৈষম্যবিরোধী জেলা আহ্বায়কের কাছে তারা লিখিত পদত্যাগপত্র জমা দেন।কমিটির গঠন প্রক্রিয়া ও কার্যক্রমে স্বচ্ছতার অভাব। মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ।সংগঠক শিহাব হোসেনের দাবি, কমিটিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের (এনসিপি) নেতারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
জুলাই বিপ্লবে আহত যোদ্ধা সালমানের মতে, মাঠের প্রকৃত লড়াকুদের বাদ দিয়ে সুবিধাবাদীরা মঞ্চ দখল করছে।
যারা পদত্যাগ করেছেন, সংগঠক শিহাব হোসেন, আহত যোদ্ধা সালমান, সদস্য সাদমান সাকিব সাদাফ, আহনাফ হোসেন, ইফাত রাব্বী, সাদ্দাম হোসেন, ইলিয়াস হোসেন, গোলাম রাব্বী, এমরান হোসেন এবং অমিত হোসেন নিরব। এর আগে যুগ্ম সদস্য সচিব শাফিক মোয়ামমার রিয়ানও পদত্যাগ করেছিলেন।
কমিটির বক্তব্য: জেলা আহ্বায়ক আরমান হোসেন অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি, একটি পক্ষ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং পদত্যাগপত্রে স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।