মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারে দেশি শাড়ীকে বিদেশি শাড়ী বলে বিক্রির অভিযোগে একাধিক কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দেশি পণ্যকে বিদেশি পণ্য হিসেবে উপস্থাপন করে প্রতারণামূলকভাবে বিক্রির প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে ঈদগাঁও থানা পুলিশ।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাজারে ন্যায্য বাণিজ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।