রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে ২৫৩টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট। এর মধ্যে ১৭৯টি আসনে জামায়াত নিজস্ব প্রার্থী দিলেও বড় চমক দেখা গেছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে।
এই আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা না করে আসনটি শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রেখেছে জামায়াত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। জোটের পক্ষ থেকে আসন ও প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষিত তালিকা অনুযায়ী, শেরপুর জেলার তিনটি আসনের মধ্যে শেরপুর-১ ও শেরপুর-৩ আসনে জামায়াত নিজস্ব প্রার্থী দিলেও শেরপুর-২ আসনটি খালি রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকে সমর্থন দিতেই জামায়াত এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে।
শেষ পর্যন্ত যদি জোটে ইসলামী আন্দোলন থাকে শেরপুর-২ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল কায়েসের পথ অনেকটাই পরিষ্কার হবে।