মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ-৫ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াত মনোনীত প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার বিকেলে কমিটির চেয়ারম্যান ও বিচারক মো. আসাদুজ্জামান নূর পৃথকভাবে এই নোটিশ প্রদান করেন।
জামায়াত প্রার্থী: নির্বাচনী প্রচার শুরুর আগেই ফেসবুক প্রচারণা এবং বিভিন্ন যানবাহনে নাম-ছবি সংবলিত পোস্টার ও স্টিকার ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
বিএনপি প্রার্থী: একটি মিলাদ মাহফিলে উপস্থিত থাকাকালীন তাঁর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে, যা আচরণবিধির লঙ্ঘন।
উভয় প্রার্থীকে আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন।