বরগুনা প্রতিনিধি:
বন বিভাগ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকা থেকে জাকিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি জীবিত বন্য শূকর উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ওই এলাকারই বাসিন্দা।
পাথরঘাটা রেঞ্জের চরলাঠিমারা ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। শিকারিরা বনের ভেতর ফাঁদ পেতে হরিণ বা শূকর যা পায়, তা-ই হরিণের মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। উদ্ধারকৃত শূকরটি কয়েকদিন ধরে আটকে থাকায় অসুস্থ ছিল, পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার পাথরঘাটা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাকির হোসেন স্বীকার করেন যে, তিনি নিয়মিত হরিণ শিকার করেন এবং এবার হরিণের মাংস বলে শূকরের মাংস বিক্রির পরিকল্পনা করছিলেন। আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।