জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রথমবারের মতো নিয়মিত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বুদ্ধিবৃত্তিক সংগঠন পাঠশালা কর্তৃক আয়োজিত “আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল” শীর্ষক এক বিশেষ আলোচনায় তিনি এসব বলেন।
তিনি বলেন, “আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আরবী ভাষা ও সাহিত্য শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই বাস্তবতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে নিয়মিত শিক্ষার্থী ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সিনেটে বিষয়টি চূড়ান্ত করে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষায় আরবী বিভাগ যুক্ত করা হবে।”
উপ-উপাচার্য আরও বলেন, আরবী বিভাগ চালু হলে ধর্মীয় শিক্ষা, ভাষাতাত্ত্বিক দক্ষতা এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আরবী ভাষা শুধু ধর্মীয় অনুশীলনের ভাষা নয়, বরং এটি আন্তর্জাতিক জ্ঞানভাণ্ডার, কূটনীতি, ইতিহাস ও সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও বিশ্বব্যাপী স্বীকৃত।