জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম ফাহাদ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্রেন স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
ফরহাদুল ইসলাম ফাহাদ ছিলেন সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও সহপাঠীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। এক মুহূর্তে এমন একজন প্রাণচঞ্চল মানুষের চলে যাওয়া যেন সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে।
জানা যায়, কয়েক বছর আগে ফাহাদের মা ইন্তেকাল করার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকে তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করে আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম বলেন" ফরহাদের এমন অকাল মৃত্যুতে আইন বিভাগ পরিবার গভীরভাবে শোকাহত।আসলে মৃত্যু যে আমাদের কতটা কাছে তা বারবার সৃষ্টিকর্তা আমাদের স্মরন করিয়ে দিচ্ছে। ফরহাদ কিছুদিন যাবৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত পরীক্ষায় অংশগ্রহণ করেও সে লিখতে পারেনি। তখন থেকে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর গতকাল সন্ধ্যায় ঘুমের মধ্যে হঠাৎ ব্রেনস্ট্রোকে তার মৃত্যু হয়। তার নিজ বাড়ি চট্টগ্রামে দাফন কাফন সম্পন্ন হয়েছে। আমি ওর জন্য দোয়া চাই যাতে সৃষ্টিকর্তা ওকে মাফ করে দেন"