রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ তারিখ) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদুল হক রুবেল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তিনি দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক।
তাঁর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ঐক্যের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দর্শন ধারণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।