সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ১৩ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯১তম একাডেমিক কাউন্সিল সভা থেকে এ সুপারিশ দেওয়া হয়।
বিভাগভিত্তিক হিসেবে ইংরেজি বিভাগে ৪ জন, বাংলা বিভাগে ৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগে ২ জন করে এবং রসায়ন ও ফার্মেসি বিভাগে ১ জন করে শিক্ষার্থী পিএইচডির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পিএইচডিতে আগ্রহী শিক্ষার্থীরা প্রথমে বিভাগে আবেদন করেন। বিভাগীয় কমিটি ও নির্বাহী কমিটি যৌথভাবে আবেদনগুলো যাচাই-বাছাই করে বিজ্ঞপ্তি অনুযায়ী শর্ত পূরণকারী শিক্ষার্থীদের জন্য সুপারভাইজার নির্ধারণ করে। পরবর্তীতে মোট ১৩ জন শিক্ষার্থীকে পিএইচডির জন্য সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গ্রহণ করা হবে।’