মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সিন্ডিকেট সভায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ।
দুদক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ অনুমোদন দেওয়া হয়। এসব নিয়োগে স্বচ্ছতা ও বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পরই দুদক মাঠে নামে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৪ জন কর্মচারী নিয়োগের সুপারিশ অনুমোদন পায়।
দুদক কর্মকর্তারা জানান, নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই করে বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না এবং কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বা স্বজনপ্রীতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।