চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের নিয়মিত অভিযানে চারজন মাদকসংশ্লিষ্ট ব্যক্তি আটক হয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত টাস্কফোর্স মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে সদর মডেল থানাধীন পি. টি. আই বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মোসা: কিসমত আরা (৪৭), স্বামী: মৃত সেন্টু, সাং: চাঁদলাই জোড়বাগান, মোসা: নিসা বেগম (৩০), স্বামী: মো. হৃদয়, সাং: পি. টি. আই, মো. জহুরুল ইসলাম (৩৫), পিতা: মো. মজিবর রহমান, সাং: নয়ন শুকা কামারপাড়া, মো. রহমত আলী (৪০), পিতা: মো. রফিকুল ইসলাম, সাং: রেহাইচর আদর্শপাড়া থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ধারকৃত আলামত- গাঁজা: ১০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম, গাঁজা: ২০ গ্রাম।
আইনানুগ ব্যবস্থা- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মামুনুর রশীদ পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে বিজ্ঞ নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. তায়েফ উল্লাহ হুজাইফ- প্রথম আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,
তৃতীয় ও চতুর্থ আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।