মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল আসনের বিএনপির এমপি পদপ্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের বাসভবনের হলরুমে এ দোয়া ও মিলাদ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির এমপি পদপ্রার্থী সহিদুল আলম তালুকদার।
দোয়া অনুষ্ঠান শেষে একই হলরুমে উপজেলা যুবদলের নবগঠিত সভাপতি গাজী গিয়াসের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ১ নম্বর সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, নবনির্বাচিত যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ,সাবেক এমপির পুত্র রাইহান আকাশ তালুকদার,সহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।