মোঃ মোহায়মিনুল মিনার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জেলা দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার (৩০) এবং ইসলামপুর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪৫)-কে বেকসুর খালাস দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৭ আগস্ট রাতে সদর উপজেলার সন্দরপুর বাগডাঙ্গা খাকচাপাড়া সেতু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ রযাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও ২-৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ৮ আগস্ট রযাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। পরে ২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে আদালত এ রায় দেন।