নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সীমান্ত রক্ষা বাহিনী ১৪ বিজিবি (পত্নীতলা ব্যাটালিয়ন) এক সফল অভিযান চালিয়ে অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে।
উদ্ধারকৃত এই মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১১ কোটি টাকারও বেশি বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পাচারকারীদের হাত থেকে মূর্তিটি রক্ষা করা সম্ভব হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নসম্পদ পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মূর্তিটি পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।