পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ছোট সেনভাগ নতুনপাড়ায় ৭০০ এর অধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তি কামরুজ্জামান রাজিব এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে জিউপাড়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের আয়োজনে এই কর্মসূচিতে শীতার্ত নারী ও পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তীব্র শীতে যখন দরিদ্র ও অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে, তখন প্রবাসী এই সমাজ সেবকের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন জিউপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজিবের পিতা আবুল কালাম আজাদ।
এ সময় আবুল কালাম আজাদ বলেন, আমার ছেলে প্রবাসে থেকে প্রতিবারের মতো এবারো শীতার্ত, অসহায়,ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করে। এ পর্যন্ত আমার ছেলে কামরুজ্জামান রাজিবের দেওয়া বিভিন্ন স্থানে ৭০০ অধিক কম্বল বিতরণ করেছি । এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষদেরকে আর্থিক নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকে।
এ সময় তিনি আরো বলেন, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।
এ সময় আরো ছিলেন, পুঠিয়া উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক নান্টু শাহ্ ৯-নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, জিউপাড়া ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক কাদের আলী, স্বেচ্ছাসেবক দলের মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ৯-নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম ড্রাইভার, জুবায়ের হোসেন রুবেলসহ উপস্থিত ছিলেন অসংখ্য নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে একটি দুয়া অনুষ্ঠিত হয়,দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা, ও শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, ও তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে বলে মন্তব্য করেন।