চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল এলাকায় এবং আজ রোববার (১২ জানুয়ারি) কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধ মাটি কাটার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
যুগিরখিল এলাকায় অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী জমির মালিককে বিবাদী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত যানবাহন ও যন্ত্রপাতি পুলিশ হেফাজতে প্রদান করা হয়েছে।
অন্যদিকে, আজ কালিকাপুর ইউনিয়নের জামমুড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার মূল দায়ী ব্যক্তির বিরুদ্ধে একই আইনের ১৩ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়।
আইন অনুযায়ী, উক্ত অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং যে কোনো পরিমাণ অর্থদণ্ডের বিধান রয়েছে। উপযুক্ত আদালতে বিচার প্রক্রিয়া ও নিলাম কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জব্দকৃত মালামাল ছাড় দেওয়া হবে।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম-এর সঙ্গে আনসার সদস্য ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।