মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে অপরিপক্ক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারী) বিকেল পাঁচটার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেন। এঘটনায় এলাকা জুড়ে ব্যপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী যুবক হাসান বলেন, বিকেল পাঁচটার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এসময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুইটি কুকুর একটি অপরিপক্ক নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন তারা।
পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেয় পুলিশ।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এবিষয়ে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।