মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক চিকিৎসকের সম্ভাব্য পদায়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাধারণ মানুষ।
১১ জানুয়ারি (রবিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথে ‘স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও শিবচরের সর্বস্তরের জনগণ’-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও বিতর্কে জড়িত কোনো ব্যক্তিকে শিবচরের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলে সাধারণ জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অভিযোগ করেন, বর্তমানে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যা এখনও নিষ্পত্তি হয়নি।
বক্তারা আরও দাবি করেন, উক্ত চিকিৎসক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন—এমন বিভিন্ন তথ্য ও প্রমাণ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনোভাবেই রাজনৈতিকভাবে বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত কাউকে শিবচরের স্বাস্থ্যসেবার দায়িত্বে বসতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীনের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। দালালচক্র দমনসহ স্বচ্ছ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি তাঁকে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি করেন, নির্বাচনের প্রাক্কালে অদৃশ্য শক্তির প্রভাবে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। তারা এই বদলিকে অযৌক্তিক আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচি থেকে জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, শিবচরের মানুষের স্বার্থ রক্ষায় বর্তমান কর্মকর্তাকে বহাল রাখা এবং বিতর্কিত চিকিৎসকের পদায়ন বাতিল করা অত্যন্ত জরুরি।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।