বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গৌতম সমদ্দারকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার বন্দর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ (ফেজ-২) এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর গৌতম সমদ্দারকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।