মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ির অভিযান চালিয়ে ১৪০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বন বিভাগ।
রবিবার (১০ জানুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়
বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পালের নেতৃত্বে বনরক্ষীরা রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করেন। এসময়ে জয়মনি এলাকা থেকে অবৈধ কাঁকড়া গুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়। বৈদ্যমারি বাজার এলাকা থেকে কাঁকড়াসহ ৩ জনকে আটক করে বন বিভাগের সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাইলতা ইউনিয়নের মোঃ জিন্নাত আলি শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৪৬) ও জিয়া শেখ(৪৮), রামপাল উপজেলার বড় কাঠালিয়া এলাকার মোহাম্মদ আলি শেখের পুত্র মোঃ মোজাহিদ শেখ (৪২)।
বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পাল জানান, আমরা গভীর রাতে বনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করি। এসময় আমাদের কিছু কর্মী বৈদ্যমারী বাজার থেকে অবৈধভাবে আহরণ করা ১৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারী এই দুইমাস প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনের সম্পদ আহরণ করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান সব সময় অব্যাহত থাকবে।
চাঁদপাই স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন" আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত কাঁকড়াগুলো এবং আটককৃত ব্যক্তিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।